বিয়ের আগের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, স্বপ্ন ভাঙল পরিবারের

বিয়ের ঘরে চলছিল শেষ মুহূর্তের সাজসজ্জা আর পরিবারের মনে ছিল আনন্দের জোয়ার। নতুন জীবনের সূচনার সব পরিকল্পনা যখন এগোচ্ছিল, তখনই হঠাৎ নেমে এলো মৃত্যুর ছায়া। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেলেন যুবক শাহ আলম মিয়া (২২)।
আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) দুপুর সাড়ে ১১টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকায় নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যান মেরামতের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম ছিলেন ওই এলাকার বাসিন্দা শাহজামাল মণ্ডলের ছেলে। পরদিন রোববার ছিল তার বিয়ের নির্ধারিত দিন। কিন্তু সেই শুভ দিনটি আর তার জীবনে আসেনি।
পরিবার জানায়, ঘরের সিলিং ফ্যানের সুইচ নষ্ট হওয়ায় শাহ আলম নিজেই তা মেরামতের চেষ্টা করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। ঘটনার পরপরই তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা লাবন আহমেদ বলেন, আমার চাচার বিয়ে ছিল আগামীকাল। বাড়িতে সাজসজ্জা চলছিল। নতুন জামা, গয়না—সবকিছু প্রস্তুত। হঠাৎ এমন মৃত্যুর খবরে আমরা সবাই ভেঙে পড়েছি। স্বপ্ন ছিল বিয়ের পর বিদেশে যাওয়ার, কিন্তু সবকিছু শেষ হয়ে গেল এক ঝটকায়।
জানা গেছে, শাহ আলম ২০২২ সালে এসএসসি এবং ২০২৪ সালে এইচএসসি পাস করেন। পড়াশোনার পাশাপাশি পরিবারকে সহায়তা করতে তিনি নানা ধরনের কাজ করতেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।