অন্তর্বর্তী সরকার বাহুল্য কাজে জড়িয়ে পড়েছে : মঈন খান

অন্তর্বর্তী সরকার বিভিন্ন বাহুল্য কাজে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বাহুল্য কাজে না জড়িয়ে অন্তর্বর্তী সরকারের উচিত প্রাপ্ত সময়টুকু দেশের মানুষের কল্যাণে ব্যয় করা। একইসঙ্গে, যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার সাধন করে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যাতে এ দেশের মানুষ সত্যিকারের জনপ্রতিনিধি পেতে পারে। আজ শনিবার (২৬ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ওকিয়া ফেরদৌস নিধির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, সত্যিকারের জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। বিমান দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চাই না। নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে। নির্বাচনে জনগণের মুখোমুখি হই প্রতি পাঁচ বছর পরপর।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমাদের জানা নেই। কেননা, একটি ফুল ফোটার আগেই ঝরে পড়ল। তার জন্য কারা দায়ী, কি দায়ী, দুর্ঘটনা কেন হলো, দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা—এই প্রশ্নগুলো দেশের ১৮ কোটি মানুষ করছে। আমরা সেই দ্বন্দ্বে যেতে চাই না। তিনি জোর দিয়ে বলেন, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে।
ড. মঈন খান মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।