ছেলের ছুরিকাঘাতে বাবা খুন!

বরিশালের উজিরপুরে মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে ছেলে। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইউনয়ন পরিষদ (উপি) সদস্য ফারুক মৃধা জানান, নিহত শাহ আলম খান (৬৭) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তার ছেলে শিমুল খান (২৮) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। আজ দুপুরে শিমুল তার বাবার কাছে মাদক কেনার চন্য টাকা চায়। টাকা না দিয়ে রাগারাগি করে বাবা তাকে ঘর থেকে বেড়িয়ে যেতে বলেন। এর কিছুক্ষণ পর ছেলে বাবাকে জরুরি কিছু বলার কথা বলে ঘরের বাইরে ডাকে। তিনি ঘর থেকে বের হয়ে সামনের পাকা রাস্তার মাথায় আসার সঙ্গে সঙ্গে শিমুল তার গলায় ছুরি বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম খানের মৃত্যু ঘটে। ঘটনার পর পরই শিমুল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে। উত্তম মধ্যম দেওয়ার পর শিমুলকে ঘটনাস্থলের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, শিমুলই যে তার বাবাকে হত্যা করেছে সেটা ১০০ ভাগ নিশ্চিত। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।