ট্রেনের ধাক্কায় যুক্তরাষ্ট্র প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার নিহত

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুক্তরাষ্ট্র থেকে ছুটিতে আসা মোটরসাইকেল আরোহী নাছিম আহমেদ জয় (৩১) নামের এক মেরিন ইঞ্জিনিয়ারের।
আজ রোববার বেলা দেড়টায় সান্তাহার রেলগেটে লালমনি এক্সপ্রেস আন্তনগর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেরিন ইঞ্জিনিয়ার নাসিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জয় ১০ দিন আগে যুক্তরাষ্ট্র থেকে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে বাড়ি থেকে বেড়িয়ে মোটরসাইকেল যোগে নওগাঁ যাচ্ছিলেন। বেলা দেড়টায় তিনি সান্তাহার রেলগেট অতিক্রম করছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্তনগর ট্রেন সান্তাহার রেলগেটে পৌঁছালে তিনি অসাবধানতা বশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। গেটম্যানরা বাঁশি বাজালেও তিনি শুনছিলেন না। এর পরই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথা, চোখ ও মুখ থেতলে যায়। মুহূর্তের মধ্যেই দেহ তিন-চার টুকরো হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙে-চুরে যায়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ে অসাবধানতা বশত রেললাইন পার হওয়ার চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।