১৫৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নূরের বিরুদ্ধে মামলা

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন, ভোগ দখল ও ১৫৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
এক বিজ্ঞপ্তিতে আকতারুল ইসলাম জানান, আসাদুজ্জামান নূর পাঁচ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ও ভোগ দখলে করে। এছাড়া তার নামের ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি পাঁচ লাখ ৮১ হাজার ৩০০ টাকা উত্তোলনসহ মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন করেন।
এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি দায়ের করা হয়।