সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যসেবায় ডিআরইউয়ের ‘খোলা জানালা’ সেবা চালু

বাংলাদেশে প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য পেশাগত মানসিক চাপ মোকাবিলায় নিয়মিত ও বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা ‘খোলা জানালা’ কার্যক্রম চালু করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘খোলা জানালা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই উদ্যোগের অংশ হিসেবে, প্রতি ১৫ দিন অন্তর ডিআরইউ প্রাঙ্গণে সদস্য সাংবাদিকদের জন্য গোপনীয়, পেশাদার ও সম্মানজনক পরিবেশে সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টের মাধ্যমে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এই সেবা প্রদান করবেন আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা “মনের বন্ধু”-এর প্রশিক্ষিত ও অভিজ্ঞ পেশাজীবীরা।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ‘মনের বন্ধু’র হেড অব মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং লিড সাইকোলজিস্ট কাজী রুমানা হক ও স্কুল অব লিডারশিপ নির্বাহী পরিচালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন।
আরও বক্তব্য দেন ডিআরইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও মুরসালিন নোমানী, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহসভাপতি গাযী আনোয়ার এবং সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন। অনুষ্ঠানে জুলাই ও মাইলস্টোন কভার করা সাংবাদিকদের পক্ষ থেকে বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার ও ডিআরইউয়ের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম, দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার নাছির উদ্দিন শোয়েব এবং নিউজ ২৪-এর সিনিয়র রিপোর্টার রিশাদ হাসান তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, অনেক বাচ্চা মাইলস্টোনের পর অস্বাভাবিক আচরণ করছে। শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ যারা ট্রমাটাইজড, তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। লাশ গোপনের কোনো সুযোগ নেই। সবাই সবার পাশে থাকব। কাঙ্ক্ষিত দেশ গড়তে আপনাদের সহযোগিতা খুব জরুরি।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, হাঁসের মতো সাংবাদিকদের সব দুঃখ, ভয়, সমস্যা ঝেড়ে ফেলতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধে বিশ্বাসী হতে হবে। প্রতিটি কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ ঐক্যবদ্ধ হয়ে ফিরিয়ে আনতে হবে।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বছরব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এই আয়োজন। এর আগে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা ফ্রি দেওয়া হয়েছে। করোনার সময় বাংলাদেশে প্রথম বেসরকারিভাবে করোনা বুথ স্থাপনসহ ডেন্টাল, ডায়াবেটিস, গাইনী, মেডিসিন, কিডনি, লিভারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু রেখেছে ডিআরইউ।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরীসহ সদস্যরা উপস্থিত ছিলেন।