লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে ঢুকছে পানি

তিস্তা ব্যারেজ। ছবি : এনটিভি অনলাইন
উজানের ঢল ও টানা ভারি বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী এলাকাগুলোর মানুষ নতুন করে বন্যার আশঙ্কায় পড়েছেন।
পানি বৃদ্ধির ফলে একটি সড়ক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে এবং ফসল, বসতবাড়ি ও গবাদিপশু ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ।
এদিকে, পানি বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা জানান, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে দ্রুত সময়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও ত্রাণ সহায়তা দেওয়া হবে।