ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে তিনদিন ধরে চলা অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকরা।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতের বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতি। এর ফলে বুধবার (৩০ জুলাই) সকাল থেকে জেলার সব সড়কে সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়েছে।
বেলা ১১টার দিকে নবীনগর উপজেলার আলিয়াবাদ গোলচত্বর এলাকায় গিয়ে দেখা যায়, গত তিনদিন বন্ধ থাকার পর সিএনজি অটোরিকশাগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। এতে করে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ২৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান সিএনজি চালিত অটোরিকশার মালিক ও চালকরা। কর্মবিরতির ফলে জেলাজুড়ে সিএনজি চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেক এলাকায় বিকল্প যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছিল।
জেলা সিএনজি অটোরিকশা পরিবহণ মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে সদর থানায় পুলিশের সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত অটোরিকশাগুলো পর্যায়ক্রমে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং অন্যান্য দাবিগুলোও বাস্তবায়নের প্রক্রিয়ায় নেওয়া হবে। এসব আশ্বাসের ভিত্তিতেই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।