বিএসবির খায়রুলকে আরও ১০ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার। ফাইল ছবি
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা পৃথক দশটি মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। আজ বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দেন।
এর মধ্যে গুলশান থানার আটটি এবং শাহ আলী থানার সিআর আমলীর দুটি মামলায় খায়রুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নথি থেকে জানা গেছে, গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থানাধীন একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই আদালত তার ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।