হালুয়াঘাটে ১ হাজার মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের চিলাবিলে এক হাজার মিটার চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধংশ করা হয়। ছবি : এনটিভি
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের চিলাবিল থেকে এক হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে হালুয়াঘাট পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।
মৎস্য কর্মকর্তা শতাব্দী জানান, অবৈধ চায়না দুয়ারী জালের ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এই চায়না দুয়ারী জাল, কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। পৌর শহরের ফায়ারসার্ভিস এলাকার পাশে চিলাবিলে কিছু অসাধু ব্যক্তি চায়না দুয়ারী জাল দিয়ে পোনা মাছ ধরছে—এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় এক হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।