খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন।
আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে আসা পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত একজনকে ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আহত ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন-মুজাহিদুল, রিনা খাতুন, ও রুস্তম।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করে বলেন, জিলেরডাঙ্গা নামক স্থানে পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন মারা গেছেন। এদের মধ্যে একজনের মরদেহ ডুমুরিয়া হাসপাতালে রয়েছে। অপর একজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আহত ও নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।