মিছিল থেকে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই জামিনের আদেশ দেন। এদিন আদালতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনের আবেদন করেন বাকপ্রতিবন্ধী সাইদের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া।
এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া গণমাধ্যমকে বলেন, আজ আসামিকে জামিন দিয়েছেন আদালত। আসামির বিরুদ্ধে এখন আর কোনো মামলা নেই। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাঁধা নেই।
মোহাম্মদ লিটন মিয়া বলেন, আসামি সাইদ শেখের পক্ষে আদালতে জামিননামা দাখিল করা হয়েছে। আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
নথি থেকে জানা গেছে, গত ২৪ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল থেকে সাইদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সাইদসহ তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই )মাকসুদুল হাসান। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এজাহারে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি বড় ধরনের অঘটন ঘটানোর লক্ষ্যে আসামিরা রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান দেন। একইসঙ্গে তারা বেআইনি সমাবেশ আয়োজনের চেষ্টা করেন। এই ঘটনায় পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ।