লক্ষ্মীপুরে বাস খালে পড়ে নিহত ২

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আড়াই ঘণ্টা পার হলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, সময়মতো উদ্ধার কার্যক্রম শুরু হলে ক্ষয়ক্ষতি কম হতো।
স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের কর্মীদের দেরির কারণে অন্তত কয়েকজনের প্রাণহানি হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসকে কোনো বক্তব্য দিতে দেয়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, অচেতন অবস্থায় আমরা তিনজনকে উদ্ধার করি। এর মধ্যে দুজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।