চট্টগ্রামে মাদ্রাসা নিয়ে উসকানিমূলক ফেসবুক পোস্ট, যুবক আটক

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশালীন অঙ্গভঙ্গি ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ফটিকছড়ির আরিয়ান ইব্রাহিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।
এর আগে, দুপুরে হাটহাজারী মাদ্রাসার সামনে তোলা একটি ছবি যুক্ত করে জশনে জুলুস সমর্থনে উসকানিমূলক লেখা ও অশালীন অঙ্গভঙ্গি পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফটিকছড়ি ও হাটহাজারীতে উত্তেজনা দেখা দেয়।
নিজেকে ফটিকছড়ি পৌরসভার ছাত্রদলের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি দাবি করলেও পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, আরিয়ান সংগঠনের কেউ নন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, আরিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।