বদরুদ্দীন উমরের মৃত্যুতে শিক্ষা উপদেষ্টার শোক

বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, বাম রাজনীতিক ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিশিষ্ট লেখক,বামপন্থি চিন্তাবিদ ও গণমানুষের মুক্তি আন্দোলনের অক্লান্ত সৈনিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে সমগ্র জাতির সঙ্গে আমিও গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি তার এক কৃতী সন্তানকে হারালো।
এতে আরও বলা হয়, আমাদের ভাষা আন্দোলনসহ এই দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধ্যায়ের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বগুলোর যথার্থ উপলব্ধির ক্ষেত্রে তাঁর চিন্তা ও রচনাগুলো আমাদের জন্য পাথেয়স্বরূপ।
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, বদরুদ্দীন উমর শুধু তাত্ত্বিক আলোচনাতেই তাঁর কর্ম সীমাবদ্ধ রাখেননি, মানুষের মুক্তি সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাঁর নির্ভীক ও আপসহীন ভূমিকার কথাও এই প্রসঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে এই দেশ ও জাতি স্মরণ করবে। জীবনের কোনো সুবিধাবাদী প্ররোচনা, প্রলোভন তাঁকে তাঁর আদর্শ থেকে বিচলিত বা লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি। তাঁর জীবন, চিন্তা ও কর্ম ছিল মানুষের মুক্তিসংগ্রামের জন্য নিবেদিত। বদরুদ্দিন উমরের প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দূরদৃষ্টিসম্পন্ন মনীষীকে হারাল।
উপদেষ্টা সি আর আবরার আরও বলেন, এই মহান চিন্তক ও নিরলস সংগ্রামীর প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি তাঁর শোকসন্তপ্ত পবিবার ও তাঁর সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি গভীরভাবে বিশ্বাস করি, বদরুদ্দীন উমর সবসময় আমাদের সব ন্যায্য ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবেন।