ফুলবাড়িয়া মহিলা কলেজের প্রভাষক জসিম উদ্দিন নিখোঁজ

ময়মনসিংহের ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিন (৪২) অফিসিয়াল কাজে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন। তাঁর স্থায়ী ঠিকানা কাহালগাঁও, ইউনিয়ন এনায়েতপুর, থানা ফুলবাড়ীয়া ও জেলা ময়মনসিংহ।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) মো. জসিম উদ্দিনের চাচাত বোন মোসা. শারমিন সুলতানা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং ৪৬১/৮/৯/২০২৫)।
মোসা. শারমিন সুলতানা এনটিভি অনলাইনকে জানান, আমার চাচাত ভাই মো. জসিম উদ্দিন গতকাল (রোববার) সকালে ফুলবাড়িয়া থেকে ঢাকায় এসে ডিজি অফিসের কাজ শেষে শাহবাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তার এক আত্মীয়কে দেখতে যান। এরপর শাহবাগ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে দুপুর পোনে তিনটার দিকে মহাখালী বাস স্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। এটুকুই আমরা জানি। তারপর গভীর রাত পর্যন্ত বাসায় না ফিরলে তার মোবাইলফোনে ভাবী কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এর পর থেকে আর তার খোঁজ মিলেছে না। বিষয়টি নিয়ে আমরা সবাই উদ্বিঘ্ন।
হারিয়ে যাওয়ার সময় তিনি হাফ হাতা টিশার্ট পরিহিত ছিলেন। তার ঘাড় লম্বা ও কালো গোঁফ এবং ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় তিনি কথা বলেন। কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পেলে নিকতস্থ থানায় জানানোর জন্যে অনুরোধ জানিয়েছে তার পরিবার।