সিম্ফনির গ্রাহকদের ওশান প্যারাডাইজে ৩০ শতাংশ ছাড়

সিম্ফোনি স্মার্টফোন থাকলে হোটেল ওশান প্যারাডাইজের রুম ট্যারিফের ওপর গ্রাহকরা পাবেন ৩০ শতাংশ ছাড়। আজ মঙ্গলবার এ নিয়ে মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ ও হোটেল ওশান প্যারাডাইজের মধ্যে একটি করপোরেট চুক্তি হয়েছে।
এই চুক্তি অনুযায়ী, গত আগস্টের পর কেনা সিম্ফনি স্মার্টফোন গ্রাহকরা ৩০ শতাংশ ছাড় পাবেন কক্সবাজারে অবস্থিত হোটেল ওশান প্যারাডাইজে। সারা বছর (শুধু ঈদের ছুটি, সরকারি ছুটি এবং ইংরেজি নববর্ষের আগের রাত ব্যতীত) রুম ট্যারিফের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে।
আজ থেকেই গ্রাহক তাঁর সিম্ফনি স্মার্টফোনটি হোটেল কর্তৃপক্ষকে দেখালেই এই অফার উপোভোগ করতে পারবেন।
এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ান হক, সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) জাহিদুল ইসলাম, উপব্যবস্থাপক (বিপণন) শাহরিয়ার হুদা, হোটেল ওশান প্যারাডাইজের ব্যবস্থাপক (বিক্রয় ও ব্যবসায় উন্নয়ন) খায়রুল আনাম, বিপণন ব্যবস্থাপক (বিক্রয় ও ব্যবসায় উন্নয়ন) তানভীর শওকত প্রমুখ।