জুলাইয়ে প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে সৌদি, পরেই আমিরাত

বিদায়ী জুলাই মাসে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে উঠে এসেছে সৌদি আরব। দেশটির পরের অবস্থান রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এরপরেই রয়েছে যুক্তরাজ্য (ইউকে)। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাইয়ে দেশে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সর্বোচ্চ ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে—সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য (ইউকে), মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে সৌদি আরবের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তৃতীয় সর্বোচ্চ ২৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। এ ছাড়া আলোচিত সময়ে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার, ২২ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার, ১৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার, ১৩ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, ১৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার, ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার ডলার ও আট কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার।
এ ছাড়া বাহরাইন থেকে এসেছে ছয় কোটি ৩০ লাখ ৫০ হাজার ডলার, সাউথ আফ্রিকা থেকে চার কোটি ২৬ লাখ ১০ হাজার ডলার, ফ্রান্স থেকে তিন কোটি ২৮ লাখ ৫০ হাজার ডলার, সাউথ কোরিয়া থেকে দুই কোটি ১১ লাখ ২০ হাজার ডলার, গ্রিস থেকে এক কোটি ৬০ লাখ ডলার, জর্ডান থেকে এক কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার, কানাডা থেকে এক কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার, অস্ট্রেলিয়া থেকে এক কোটি ৫৬ লাখ ৪০ হাজার ডলার, স্পেন থেকে এক কোটি ৩৩ লাখ ডলার, জার্মানি থেকে এক কোটি ১৯ লাখ ৬০ হাজার ডলার, মরিশাস ৯৩ লাখ ৫০ হাজার ডলার, পর্তুগাল থেকে ৯২ লাখ ৯০ হাজার ডলার, মালদ্বীপ থেকে ৭৮ লাখ ২০ হাজার ডলার, জাপান থেকে ৭২ লাখ ৫০ হাজার ডলার, লেবানন ৭০ লাখ ১০ হাজার টাকা, ব্রুনাই দারুসসালাম থেকে ৬৯ লাখ ৫০ হাজার ডলার, পোল্যান্ড ৬২ লাখ ৬০ হাজার ডলার, সুইডেন থেকে ৫৩ লাখ ৪০ হাজার ডলার, ইরাক থেকে ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং সাইপ্রাস থেকে ৩৪ লাখ ৭০ হাজার ডলার এসেছে। অন্যান্য দেশ মিলে প্রবাসী আয় এসেছে চার কোটি ৩০ লাখ ৪০ হাজার ডলার।