এক দিনে প্রবাসীরা পাঠালেন ১১১০ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের প্রথম দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় এক হাজার ১১০ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, আগের বছরের সেপ্টেম্বরের প্রথম দিনে প্রবাসী আয় এসেছিল ১৫ কোটি ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে পাঁচ কোটি ৯০ লাখ ডলার বা ৩৯ দশমিক ৩৩ শতাংশ।
অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৪৯৯ কোটি ১০ লাখ ডলার। আগের বছরের ১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪২৮ কোটি ৮০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৭০ কোটি ৩০ লাখ ডলার বা ১৬ দশমিক ৪০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার।