এবারও পঞ্চগড়ের সেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা স্কুল হিসেবে এবারও জেলাপর্যায়ে প্রথম হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩৯ জন। সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১০৮ জন।
সেরা স্কুল হিসেবে স্থান করে নেওয়ায় খুশি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী। তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত পরিশ্রমে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। গত বছরও এসএসসির ফলাফলে বিদ্যালয়টি প্রথম স্থান অধিকার করেছিল।
পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় জেলার ফলাফলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ২২৯ জন। পাস করেছে ২২৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৯৮ জন।
তৃতীয় হয়েছে দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৭১ জন। পাস করেছে ৬৯ জন। জিপিএ ৫ পেয়েছে ২১ জন।
চতুর্থ দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৭৭ জন। পাস করেছে ৭৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।
পঞ্চম হয়েছে ময়দানদীঘি বিএল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১২০ জন। পাস করেছে ১১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।
ষষ্ঠ হয়েছে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৯৭ জন। পাস করেছে ৯৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।
সপ্তম হয়েছে বোদা পাইলট উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১২২ জন। পাস করেছে ১১৩ জন। জিপিএ ৫ পেয়েছে ২৭ জন।
অষ্টম হয়েছে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৫৭ জন। পাস করেছে ৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে নয়জন।
নবম হয়েছে শেখেরহাট উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। পাস করেছে ৪৮ জন। জিপিএ ৫ কেউ পায়নি।
দশম হয়েছে আমলাহার মরিয়ম নেছা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। পাস করেছে ৪৬ জন। জিপিএ ৫ পেয়েছে চারজন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১০ হাজার ৭৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে আট হাজার ৫৫৪ জন। জেলায় মোট জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৪৭ জন। পাসের হার ৮৪ দশমিক ৮৯।