ছয় দফা দাবিতে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছয় দফা দাবিতে ফেনীতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন জেলার সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের রেলগেট এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আই.সি.এস.টি ও কম্পেক্ট পলিটেকনিকের অন্তত ৫ শতাধিক শিক্ষার্থী।
বিক্ষোভের কারণে রেল ও সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। আর শহরে চলাচলের বিকল্প রাস্তা না থাকায় সর্বসাধারণ পড়ে বিড়ম্বনায়। পরে দুপুর ১টার দিকে প্রশাসন ও শিক্ষকদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে। জুনিয়র ইন্সট্রাক্টর শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা বলে মন্তব্য করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।