জাতীয় সংগীত নিয়ে বিতর্কের প্রতিবাদ ঢাবিতে
শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও সংগীতের অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা হাতে বাংলাদেশের পতাকা নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পাশাপাশি ‘তুমি কে, আমি কে? — বাংলাদেশি বাংলাদেশি’, ‘পিন্ডি না, ঢাকা ঢাকা’, ‘তোরা যারা রাজাকার — এই মুহূর্তে বাংলা ছাড়’ সহ বিভিন্ন দেশপ্রেমমূলক ও প্রতিবাদী স্লোগানে তারা রাজু ভাস্কর্য এলাকা মুখরিত করে তোলেন।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ উল্লাহ সাইফ বলেন, ‘বাংলাদেশের জন্ম হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই ইতিহাস ও জাতীয় সংগীত আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। এসব নিয়ে কোনো আপস নেই, কোনো অবমাননা আমরা মেনে নেব না।’
অন্য এক শিক্ষার্থী সাকিব বিশ্বাস বলেন, ‘শাহবাগের আন্দোলনের মূল উদ্দেশ্যের সঙ্গে আমাদের দ্বিমত নেই। কিন্তু সেখানে একটি অংশ জাতীয় সংগীতকে অবমাননা করেছে, যা আমাদের গভীরভাবে আহত করেছে। সেই অপমানের প্রতিবাদেই আজ আমরা এখানে জড়ো হয়েছি এবং সম্মিলিতভাবে জাতীয় সংগীত গেয়েছি।’
সম্প্রতি শাহবাগে একটি আন্দোলনের সময় জাতীয় সংগীত নিয়ে কিছু অংশগ্রহণকারীর আচরণ বিতর্কের জন্ম দেয়। সেই পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।