যশোর বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষার আবেদন ৫০ হাজার

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯টি। এর মধ্যে সববেশি আবেদন পড়েছে ইংরেজিতে ১৬ হাজার ১২৮টি। আগামী ১০ আগস্ট এই পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পরের দিন থেকেই পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনের সময় নির্ধারণ করে দেওয়া হয় সাত দিন। বোর্ডের প্রকাশিত মূল ফলাফলে যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়েছে তারা ১৭ জুলাইয়ের মধ্যে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন করে। এ বছর ২৪টি বিষয়ে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯টি।
তিনি আরও জানান, মোট আবেদনের মধ্যে ইংরেজি প্রথমপত্রে ৮ হাজার ৬৪টি, ইংরেজি দ্বিতীয়পত্রে ৮ হাজার ৬৪টি, বাংলা প্রথমপত্রে ২ হাজার ১৭টি, বাংলা দ্বিতীয়পত্রে ২ হাজার ১৭টি, গণিতে ৬ হাজার ৮০৩টি, ভূগোলে ১ হাজার ১১৭টি, ইসলাম ধর্মে ১ হাজার ৭৪০টি, হিন্দু ধর্মে ৩০৪টি, উচ্চতর গণিতে ১ হাজার ৫১৫টি, বিজ্ঞানে ২ হাজার ১১৯টি, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৬৮টি, পদার্থবিজ্ঞানে ২ হাজার ৭০৮টি, রসায়নে ৩ হাজার ২৭২টি, জীববিজ্ঞানে ২ হাজার ১৭৬টি, পৌরনীতিতে ২৯৯টি, অর্থনীতিতে ৫৯৯টি, ব্যবসায় উদ্যোগে ১৪৩টি, হিসাববিজ্ঞানে ৫০৫টি, চারু ও কারুকলায় ২টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫১৭টি, গাহর্স্থ্যবিজ্ঞানে ১২১টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩১০টি, ইতিহাসে ১ হাজার ২৬টি ও আইসিটিতে ৯৭৩টি আবেদন পড়েছে ।
ড. আব্দুল মতিন বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যার যা প্রাপ্য ফলাফল তা নিশ্চিত করা হবে।