শাবিপ্রবিতে বিআরটিসির ৩টি দ্বিতল বাসের উদ্বোধন

দীর্ঘদিন পরিবহণ সংকটে ভোগা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহণ রুটে যুক্ত হলো তিনটি দ্বিতল বাস। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে বাস তিনটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) থেকে নেওয়া এই বাস তিনটি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছে। বাসগুলো শাবিপ্রবি ক্যাম্পাস থেকে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চলাচল করবে।
উদ্বোধনের সময় উপাচার্য বলেন, আজ শাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির তিনটি দ্বিতল বাস চালু করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। তিনি বাসগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার বিষয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
উপাচার্য আরও বলেন, খুব শিগগিরই আমরা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ক্যাম্পাস পর্যন্ত শাটল বাস সার্ভিস চালুর পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পরিবহণ প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, এবং লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।