ডাকসু নির্বাচন : যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

দীর্ঘ ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি বেছে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রায় ৪০ হাজার ভোটারের জন্য আটটি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে।
ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)। ডাকসুর ভোট উপলক্ষে রাজধানীতে যান চলাচলে ডিএমপি বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (মঙ্গলবার) ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে।
নিম্নলিখিত ক্রসিং সমূহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণপূর্বক ডাইভারশন প্রদান করা হবে।
১। শাহবাগ ক্রসিং
২। হাইকোর্ট ক্রসিং
৩। নীলক্ষেত ক্রসিং
৪। শহীদুল্লাহ হল ক্রসিং
৫। পলাশী ক্রসিং
যানবাহন চলাচলে বিকল্প রাস্তা
ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনসমূহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।
এমতাবস্থায়, মঙ্গলবার ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে উপর্যুক্ত ক্রসিং সমূহসহ আশপাশের এলাকা/সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে অন্য এক গণবিজ্ঞপ্তি বলা হয়, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হলো।