ডাকসুর সুষ্ঠু ভোট জাতীয় নির্বাচনের পথ দেখাবে : ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ও ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ২০২৪ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ডাকসুর সুষ্ঠু ভোট আগামী জাতীয় নির্বাচনের পথ দেখাবে। আমি বলব, যে কোনো ভোট আপনার ন্যায্য অধিকার। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে এস এম ফরহাদ এই কথা বলেন।
এস এম ফরহাদ বলেন, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে অনেকেই বিশৃঙ্খলা করতে চাইছে। আমরা আশা করব নির্বাচন কমিশন ও প্রশাসন সেটি সুষ্ঠুভাবে তদন্ত করবেন।
ঢাবি শিবির সভাপতি বলেন, এখন পর্যন্ত বড় কোনো সমস্যা হয় নাই। আশা করছি সুন্দরভাবেই ভোটগ্রহণ শেষ হবে।
নারী শিক্ষার্থীদের নিয়ে ফরহাদ বলেন, নারী শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ইতোমধ্যে আবাসিকের শিক্ষার্থীরা ভোট প্রদান শুরু করেছে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থা রয়েছে। আশা করি সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।