পরিচয়পত্র চেক করা ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো ভোটারকে

দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ভোটের উৎসব চলছে। দেশের ‘মিনি পার্লামেন্ট’খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন পড়েছে কেন্দ্রে কেন্দ্রে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়। এরপর সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল চারটা পর্যন্ত। এই দিকে সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় কোনো শিক্ষার্থীকে তার পরিচয়পত্র না দেখানো পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না।
পরিচিতপত্র দেখতে প্রতিটি কেন্দ্রের সামনে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মচারী, রোভার স্কাউট, বিএনসিসি ক্যাডেটের সদস্যরা।
বিএনসিসি ক্যাডেট রুহুল আমিন রিফাত বলেন, আমরা আইডি কার্ড বা পরিচয়পত্র ছাড়া কাউকে কেন্দ্রে ঢুকতে দিচ্ছি না। মোবাইলফোন রেখে যেতে বলছি।
কেন্দ্রে দায়িত্বে থাকা রোভার স্কাউটের সদস্য নিঝুম বলেন, কেউ পরিচয়পত্র দেখাইতে না পারলে আমরা তাদেরকে ফিরিয়ে দিচ্ছি। আমরা বলেছি পরিচয়পত্র দেখালেই ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। অনেকেই পুনরায় পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে আসছেন।