স্ত্রী-মেয়েকে ক্রাউন সিমেন্টের শেয়ার ‘উপহার’ দেবেন জাহাঙ্গীর আলম

ক্রাউন সিমেন্টের লোগো
ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা ও কোম্পানিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও মেয়েকে ১৫ লাখ করে ৩০ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর বা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই উদ্যোক্তা ঘোষণাটি দেন।
ডিএসই জানায়, জাহাঙ্গীর আলম তার স্ত্রী মাসুমা বেগম ও মেয়ে সাদমান সাইকা সেফাকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন, যা আগামী ৩০ এপ্রিলের মধ্যে হস্তান্তর করা হবে।
এর আগের দিন মঙ্গলবার (১৫ এপ্রিল) ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম তার ছেলে সালেহীন মুসফিক সাদাফকে (শেয়ারহোল্ডার) ১৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেন। এই শেয়ারও আগামী ৩০ এপ্রিলের মধ্যে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।