১৭.৫১ শতাংশ বেড়ে গেইনারের সেরা মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের সদ্য সমাপ্ত সপ্তাহে (২৭ থেকে ৩০ এপ্রিল) শেয়ারপ্রতি দর বেড়েছে তিন টাকা ১০ পয়সা বা ১৭ দশমিক ৫১ শতাংশ। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গতকাল বুধবার (৩০ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের প্রতি শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ২০ টাকা ৮০ পয়সা। যা আগের সপ্তাহের ২৪ এপ্রিল শেয়ার দর ছিল ১৭ টাকা ৭০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ। গতকাল বুধবার মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়িয়েছে এক হাজার ৩৩০ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৮৬২ টাকা। যা আগের সপ্তাহের ২৪ এপ্রিল হয়েছিল এক হাজার ১৩২ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৬২৮ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন বেড়েছে ১৯৮ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ২৩৪ টাকা।
গতকাল বুধবার সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়ায় ১৬ দশমিক ৩৮ পয়েন্টে। পিই রেশিও হিসাবে কোম্পানিটিতে বিনিয়োগ নিরাপদ অবস্থানে রয়েছে। ব্যাংক খাতের পিই রেশিও এখন রয়েছে পাঁচ দশমিক ৭৬ পয়েন্ট। অন্যান্য ব্যাংকের তুলনায় মিডল্যান্ড ব্যাংকের পিই রেশিও বেশি। এদিক পুঁজিবাজারের কোনো কোম্পানির পিই রেশিও যদি সিঙ্গেল ডিজিটে থাকে, তাহলে সেখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ ধরে নেওয়া হয়। এছাড়া পিই রেশিও ডিজিট যদি ১৫ পয়েন্ট পর্যন্ত অবস্থান করে, তবে সেখানেও বিনিয়োগ নিরাপদ বলেও ধরা হয়ে থাকে।
২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মিডল্যান্ড ব্যাংকের। ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। রিজার্ভে রয়েছে ২৭৪ কোটি টাকা। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭৬ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আট দশমিক ৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক শূন্য আট শতাংশ শেয়ার রয়েছে।