২৫ শতাংশ কমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সেরা পতনে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সদ্য সমাপ্ত সপ্তাহে (২৭ থেকে ৩০ এপ্রিল) শেয়ার প্রতি দর কমেছে ১৫ টাকা ১০ পয়সা বা ২৫ দশমিক ১২ শতাংশ। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বুধবার (৩০ এপ্রিল) প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৪৫ টাকা। যা আগের সপ্তাহের ২৪ এপ্রিল ছিল ৬০ টাকা ১০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ২৫ দশমিক ১২ শতাংশ। গতকাল বুধবার মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়িয়েছে ১০০ কোটি দুই লাখ ৫৪ হাজার ২৭৬ টাকা। যা আগের সপ্তাহের ২৪ এপ্রিল হয়েছিল ৭৪ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৪৭০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন কমেছে ২৫ কোটি ১৩ লাখ ১১ হাজার ৮০৬ টাকা।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬টি। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৮ দশমিক ৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।