আরামিট সিমেন্ট কারখানা বন্ধ পেল ডিএসই

আরামিট সিমেন্টের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২২ জুলাই) ডিএসইর একটি পরিদর্শক দল ওই কারখানা পরিদর্শনে যায়।
ডিএসই জানায়, নিয়মিতভাবে আরামিট সিমেন্ট সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের সঙ্গে কোম্পানিটির যোগাযোগ নেই। এসব কারণে গতকাল সোমবার (২১ জুলাই) আরামিট সিমেন্টের কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর প্রতিনিধি দল। পরিদর্শনকালে কারখানা বন্ধ দেখতে পান তারা।