বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ফটোসেশনে দুই দলের অধিনায়ক। ছবি : বিসিবি
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানে অন্যরকম উন্মাদনা। সাম্প্রতিক দিনগুলোতে এটি পেয়েছে বাড়তি মাত্রা। দুদলের মুখোমুখি লড়াই কেবল ২২ গজে সীমাবদ্ধ থাকে না। বরং এটি হয়ে উঠেছে আভিজাত্য ও অহংয়ের লড়াই। এমন আবহ নিয়ে আজ বুধবার (২ জুলাই) মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা।
টস এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এই মাঠে টস জিতলে আগে ব্যাট করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শেষ চার ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে লঙ্কানরা। প্রতিটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। সন্ধ্যার পর এখানে শিশির জমে। ফলে, স্পিনাররা বেশ সুবিধা পান।
মুখোমুখি ৫৭ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১২ ম্যাচ। শ্রীলঙ্কা ৪৩, ২টি ফল হয়নি। তবে শেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় ৩ টিতে। সর্বশেষ ম্যাচ ও সিরিজও জিতেছিল বাংলাদেশ।