প্রথম ওয়ানডেতে জিততে বাংলাদেশের চাই ২৪৫ রান

টসের পর বাংলাদেশের মন খারাপ হতেই পারে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সর্বশেষ চার ম্যাচে তারাই জিতেছে, যারা টস জিতেছে। সেই বিজয়ী দলের নাম আবার শ্রীলঙ্কা। তবে, বাংলাদেশি বোলাররা আশা হারাননি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বুধবার (২ জুলাই) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে স্বাগতিকদের মোটামুটি অল্পতে থামিয়েছেন মিরাজ-শান্তরা। ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৪৪ রান।
দিনের শুরুতে বাংলাদেশকে সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। চতুর্থ ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার প্রথম উইকেট তুলে নেন পেসার সাকিব। বল করেছিলেন বেশ বাইরে। নিশাঙ্কা কাট করতে গেলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়েছে। ৮ বল খেলে ০ রানে ফিরেছেন নিশাঙ্কা। এতে, পাঁচ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা।
চোট কাটিয়ে ফিরে আগের চেয়ে ভয়ানক হয়ে ওঠেন তাসকিন আহমেদ। প্রথম ওভার মেডেন দেওয়ার পর তৃতীয় ও চতুর্থ ওভারে ফিরিয়েছেন দুজন লঙ্কান ব্যাটারকে। পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে টাইগারদের বেশ শক্ত অবস্থানে নিয়ে যান দেশসেরা এই পেসার। ইনিংস শেষে বাংলাদেশের সেরা বোলার তিনিই। ১০ ওভারে ২ মেডেনসহ ৪৭ রানে চার উইকেট শিকার করেছেন তাসকিন।
২৯ রানে ৩ উইকেট হারিয়ে লঙ্কানরা কোণঠাসা হয়ে পড়ে। ছোট ছোট জুটিতে দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটাররা। আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তুলে নেন সেঞ্চুরি। শেষ ওভারে আউট হওয়ার আগে আসালাঙ্কার ব্যাট থেকে আসে ১২৩ বলে ১০৬ রানের ঝলমলে ইনিংস। অধিনায়কের ব্যাটে ভর দিয়ে লঙ্কানরা পায় লড়াইয়ের পুঁজি।
ইনিংসের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় বোলিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। এই পার্টটাইমার ব্রেক থ্রু এনে দেন নিজের প্রথম ওভারে। জানিথ লিয়ানাগেকে ফিরিয়ে পান আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের দ্বিতীয় উইকেট। শান্তর মতো অভিষিক্ত তানভীর ইসলামও পান এক উইকেট। তানজিম সাকিব নেন দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৪৯.২ ওভারে ২৪৪/১০ (নিশাঙ্কা ০, মাদুশঙ্কা ৬, কুশাল মেন্ডিস ৪৫, কামিন্দু মেন্ডিস ০, আসালাঙ্কা ১০৬, লিয়াঙ্গে ২৯, রত্নায়াকে ২২, হাসারাঙ্গা ২২, থিকশানা ১, মালিঙ্গা ৫, ফার্নান্দো ০*; তাসকিন ১০-২-৪৭-৪, সাকিব ৯.২-০-৪৫-৩, মুস্তাফিজ ৬-১-২৪-০, মিরাজ ১০-০-৪৭-০, তানভীর ১০-০-৪৪-১, শান্ত ৪-০-৩২-১)