অপরাজিত থেকে ৩০ বছরের ধারা ধরে রাখল অসিরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার পর প্রথম সিরিজেই দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিতেছে স্টার্ক-কামিন্সরা।
ফ্রাঙ্ক ওরেল ট্রফিতে ৩০ বছর ধরে অপরাজিত অসিরা। এই সময়ে ১৪ সিরিজের ১২টি জয় পেয়েছে ও দুটিতে ড্র করেছে। ১৯৯৫ সালে রিচি রিচার্ডসনের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মার্ক টেলরের অস্ট্রেলিয়া যে শুরুটা করেছিল সেই ধারাটা ধরে রাখল কামিন্সরা। ক্যারিবীয় দীপপুঞ্জে টানা ৫টি সিরিজ জয় ও দুটিতে ড্র করে ৭টি সিরিজ অপরাজিত তারা।
গ্রেনাডায় চতুর্থ দিনে বোলাররা যে সুবিধা পাবে সেটি আগে থেকেই জানতো দুই দলই। সেটিই হয়েছে, মাত্র ৪১.৩ ওভারেই ১৩ উইকেটের পতন হয়েছে।
গ্রেনাডায় দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বার্বাডোজে প্রথম টেস্ট ১৫৯ রানে জিতেছিল সফরকারীরা। তিন ম্যচ সিরিজের ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে স্টার্ক-কামিন্সরা।
গ্রেনাডা টেস্টে শুরুর আগে ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ বলেছিলেন ২০০ রানের নিচে লক্ষ্য হলে জিততে পারবে তারা। কিন্তু চতুর্থ দিনে এস লক্ষ্যটা একটু বেশিই বড় হয়ে গেছে। ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অসি বোলারদের দাপটে মাত্র ১৪৩ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
সেন্ট জর্জেসের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়া চতুর্থ দিন শুরু করে ৭ উইকেটে ২২১ রান নিয়ে। তবে চতুর্থ দিনে স্কোরবোর্ডে মাত্র ২২ রান যোগ করতে পারে তারা। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭।
গ্রেনাডায় ২৭৭ রানের লক্ষ্য তাড়া করে জিততে হলে গড়তে হতো রেকর্ড। এই মাঠে টেস্টের চতুর্থ ইনিংসে দলীয় সর্বোচ্চ ২১৭ রান। ২০০৯ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে ২১৫ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ২১৭ রান করে জিতেছিল বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যাহ্নবিরতির আগেই ৩৩ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অধিনায়ক চেজ ও শাই হোপ ৩৮ রানের জুটি গড়ে কিছুটা আশা দেখালেও স্পিনার নাথান লায়নের ঘূর্ণিতে দ্রুত ৩ উইকেট হারায় হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত চা বিরতির আগেই ১৪৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। দুই ইনিংস মিলিয়ে করেছেন ৯৩ রান, প্রথম ইনিংসে খেলেছেন ৬৩ রানের ইনিংস।
নিয়ম রক্ষার লড়াইয়ে ১৩ জুলাই জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ এটি।