বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আজ বৃষ্টির শঙ্কা কতটুকু?

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। দুই ম্যাচে শেষে ১-১ সমতায় আছে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে শেষ ম্যাচটি।
এই মাঠে সুখস্মৃতি আছে বাংলাদেশের। এখানে খেলা ৭টি টে-টোয়েন্টির ৩টিতে জিতেছে দলটি। আজকের ম্যাচের আগে দলের মানসিক অবস্থাও বেশ ভালো। তবে, এমন ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টির শঙ্কা। অ্যাকু ওয়েদারের তথ্যমতে, বিকেল ৫টা থেকে বৃষ্টি হতে পারে। সন্ধ্যায় বাড়তে পারে পরিমাণ।
কলম্বোয় বিকেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা হতে পারে ৬২ শতাংশ পর্যন্ত। মাঝে এক ঘণ্টা কমে রাত ৮টায় আবার বাড়তে পারে বৃষ্টি।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সফরকারীরা পরের ম্যাচে তুলে নেয় ৮৩ রানের জয়। টি-টোয়েন্টির বিবেচনায় যা বিশাল ব্যবধান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ। দেখিয়েছে দলগত পারফরম্যান্সের সম্মিলন। ছন্দে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। যা স্বস্তির খবর বাংলাদেশের জন্য।