দারুণ জয়ের কৃতিত্ব কাদের দিলেন বাংলাদেশ অধিনায়ক?

ক্রিকেট দলগত খেলা। একজন হয়তো অসাধারণ খেলতে পারে। মাঝেমধ্যে জেতাতে পারে ম্যাচও। তবে, ধারাবাহিক হতে হলে চাই দলীয় পারফরম্যান্স। জয়ের ধারায় থাকতে যা বিকল্প নেই। শ্রীলঙ্কার পর পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশ অব্যাহত রেখেছে জয়। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার (২০ জুলাই) বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের জয়।
ব্যাটে-বলে দাপুটে পারফর্ম করেছে দল। অধিনায়ক হিসেবে খুশি লিটন। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন সবাইকে। ভাগ করে নিয়েছেন আনন্দ। দলের পারফরম্যান্সে খুশি তিনি।
লিটন বলেন, ‘আমরা উইকেট সম্পর্কে জানি। মিরপুরে অনেক ক্রিকেট খেলেছি। এখানে ব্যাটিং করা সহজ নয়। যেভাবে আমাদের ব্যাটাররা খেলেছে, তা দারুণ। বোলাররা অসাধারণ করেছে। দলের যিনি যখনই এসেছেন, বোলিংটা শতভাগ দিয়ে করেছেন। তাসকিন, মুস্তাফিজ, সাকিব সবাই ভালো করেছে। সবমিলিয়ে বোলিং ও ফিল্ডিং সবই ভালো হয়েছে। আর দ্রুত উইকেট হারানোর পর ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, সেটি ভালো ব্যাপার।’
২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরেই টি-টোয়েন্টিতে সর্বশেষ জয় পেয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ জিতলেও সেটি ছিল দুদলের দ্বিতীয় সারির দল। সেই হিসেবে দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানকে ক্ষুদ্র সংস্করণে হারিয়েছে বাংলাদেশ।