আইসিসির শীর্ষ দশে মুস্তাফিজ
পাকিস্তানের বিপক্ষে সিরিজে ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে সিরিজ নিশ্চিত করেছে লিটন-মুস্তাফিজরা। মিরপুরের উইকেটে বাংলাদেশের বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। আর এমন দূর্দান্ত বোলিংয়ের আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান চলে এসেছেন শীর্ষ দশে।
পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদে ১৭ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। চার বছর পর শীর্ষ দশে জায়গা পেলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে নবমস্থানে আছেন মুস্তাফিজ।
টি-টোয়েন্টিতে বোলারদের প্রথম আটজনে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি, দ্বিতীয় ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ও তৃতীয় ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই দারুন বোলিং করেছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে চার ওভার বল করে ছয় রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। দ্বিতয়ি ম্যাচে ৩.২ ওভার বল করে ১৫ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
এছাড়া শেখ মেহেদি ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে তাসকিন আহমেদ, ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন তানজিম সাকিব। ১৪ ধাপ এগিয়ে শরিফুল ইসলাম এখন ৪৩ নম্বরে। তবে পিছিয়েছেন রিশাদ হোসেন, ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন তিনি।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭ নম্বরে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে নেমে গেছেন। জাকের আলী ১৭ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বেশি উন্নতি করেছে পারভেজ হোসেন, ২২ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠে এসেছেন।