মাইলস্টোন ট্র্যাজেডি ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে টিকিটি বিক্রির টাকা দেবে বিসিবি

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ধবলধোলাই করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে নতুন এক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ম্যাচে টিকিট বিক্রির সকল টাকা সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানায় বোর্ড।
বিবৃতিতে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোক ও স্মৃতিচারণার এই সময়ে আমরা একটি জাতি হিসেবে একত্রিত হয়ে দাঁড়াতে চাই। সম্প্রতি ঘটে যাওয়া এসব ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য অবদান রাখতে পেরে বিসিবি ভালো বোধ করছে। আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।’
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সহায়তা করতে গঠন করা হয়েছিল ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’। অন্যদিকে, গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩০ জনের বেশি নিহত হয়েছে ও শতাধিক মানুষ আহত হয়েছে। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিল বিসিবি।