হাজার কোটি টাকায় আর্সেনালে ইয়োকেরেস

স্পোর্টিং লিসবনের হয়ে ২০২৪-২৫ মৌসুমে দারুণ মৌসুম কাটিয়েছেন ভিক্টর ইয়োকেরেস। ৫২ ম্যাচে ৫৪ গোল করে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে এসেছেন। তবে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল তিনি আর্সেনালে আসতে চলেছেন। অবশেষে সুইডেনের এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল ক্লাবটি।
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ৭ কোটি ৩৫ লাখ ইউরোতে (প্রায় ১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকায়) আর্সেনালে যোগ দিলেন এই সুইডিশ স্ট্রাইকার। এর মধ্যে প্রাথমিক ফি হিসেবে ৬ কোটি ৩৫ লাখ ইউরো (৯১০ কোটি ৪৬ লাখ টাকা) এবং বাকি ১ কোটি ইউরো (১৪৩ কোটি ৩৮ লাখ ইউরো) পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস হিসেবে দেওয়া হবে। চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত।
ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি আর্সেনালে ১৪ নম্বর জার্সি পরে খেলতেন। লন্ডনের ক্লাবটিতে ইয়োকেরেসও গায়েও উঠছে ১৪ নম্বর জার্সি।
শনিবার (২৭ জুলাই) দিনগত রাতে আর্সেনাল তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে ইয়োকেরেসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি সইয়ের ছবি সংযুক্ত করে পোস্টে ক্লাবটি লিখেছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সুইডিশ আন্তর্জাতিক খেলোয়াড় ভিক্টর ইয়োকেরেস আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।’
ইংল্যান্ডের ক্লাবে আগেও খেলেছেন ইয়োকেরেস, তবে কখনও প্রিমিয়ার লিগে খেলা হয়নি। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ধারে যোগ দিয়েছিলেন কভেন্ট্রি সিটিতে।
গত বছরের নভেম্বরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের ম্যাচে স্পোর্টিংকে ৫–১ গোলে হারায় আর্সেনাল। সেই ম্যাচে লিসবনের হয়ে ইয়োকেরেসও মাঠে ছিলেন। এবার সেই ক্লাবটিতেই যোগ দেওয়ার পর এই সুইডিশ তারকা বলেন, ‘গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে খেলার পর আমার সত্যিই মনে হয়েছে এটি খুব শক্তিশালী দল, তাদের বিপক্ষে খেলা খুব কঠিন। আর এটাই আমাকে এই ক্লাবকে বেছে নিতে বাধ্য করেছে। এছাড়া ক্লাবটির ঐতিহ্য এবং বিশাল সমর্থকগোষ্ঠী তো আছেই।’
২০২৫-২৬ মৌসুম শুরুর আগে ইয়োকেরেস সহ মোট ছয়জন খেলোয়াড় কিনেছে আর্সেনাল। ডিফেন্ডার ক্রিস্টিয়ান মোস্কেরা, মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি, গোলকিপার কেপা আরিজাবালাগা, ফরোয়ার্ড নোনি মাদুয়েকে ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ডকে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি।