অনুর্ধ্ব- ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের খেলা কবে, কখন?

আগামী ৬ আগস্ট থেকে লাওসে শুরু হচ্ছে অনুর্ধ্ব- ২০ এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলের নেতৃত্বেও থাকছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সূচিও জানিয়েছেন বাফুফে।
আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতিটি গ্রুপে আছে ৪টি করে দল। নিয়ম অনুযায়ী, তিন ম্যাচ শেষ প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল ও চার সেরা রানার্স দল সুযোগ পাবে মূলপর্বে খেলা। তবে, যদি বাছাইপর্ব থেকে থাইল্যান্ড কোয়ালিফাই না করে তাহলে তিন রানার্স দল খেলবে। আর টুর্নামেন্টের আয়োজক দেশ হওয়ায় সরাসরি খেলার সুযোগ পাবে থাইল্যান্ড।
টুর্নামেন্টের ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তিমুর লেস্তে।
৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
একদিন পরে ৮ আগস্ট দ্বিতীয় ম্যাচে আফঈদাদের প্রতিপক্ষ তিমুর লেস্তে। এ ম্যাচটিও হবে লাও ন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে কোচ পিটার বাটলারের দল।
১০ আগস্ট কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। লাও ন্যাশনাল স্টেডিয়ামে এ ম্যাচটিও মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
অনুর্ধ্ব- ২০ দলের র্যাংকিং জানা না গেলেও জাতীয় নারী ফুটবল দলের ফিফা র্যাংকিং বিবেচনায় বেশ কঠিন প্রতিপক্ষই হবে দক্ষিণ কোরিয়া আর স্বাগতিক লাওস। তবে, জাতীয় দলের ৪ ফুটবলার স্কোয়াডে থাকায় কিছুটা হলেও অভিজ্ঞতায় এগিয়ে থাকবে বাংলাদেশ।