সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি অনূর্ধ্ব-২০ দলের সামনে
শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে সমীকরণ কঠিন করে তুলেছিল বাংলাদেশ। বেড়েছিল অপেক্ষা। তবে সেই অপেক্ষার প্রহর খুব বেশি লম্বা হয়নি। দিনের আরেক ম্যাচে লেবাননের বিপক্ষে চীন বড় ব্যবধানে জয় তুলে নিয়ে, অপেক্ষা শেষ করেছে। প্রথমবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
আজ রোববার (১০ আগস্ট) এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করার সঙ্গে সঙ্গে আরও একটি দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ। সুযোগ তৈরি হয়েছে বিশ্বকাপে খেলার। যদিও সেজন্য মেলাতে হবে আরও কঠিন সমীকরণ, দিতে হবে অগ্নি পরীক্ষা।
আগামী বছর থাইল্যান্ডে বসবে এশিয়া কাপের মূলপর্ব। ১ এপ্রিল পর্দা উঠে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। টুর্নামেন্টের হোস্ট হিসেবে আগেই এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে থাইল্যান্ড। বাছাইপর্ব থেকে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে আরও ১১টি দল।
মূলত মূলপর্বে ভালো করতে পারলেই মিলবে বিশ্বকাপে খেলার সুযোগ। থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের চার সেমিফাইনালিস্ট দল সরাসরি খেলবে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। এশিয়ার প্রতিনিধি হিসেবে বিশ্বকাপে অংশ নিবে তারা। আগামী বছর পোল্যান্ডে বসবে এই আসর। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।
যদিও বাস্তবিক অর্থে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য শুধু কঠিনই নয়, অসাধ্য সাধনও বটে। তবুও কাগজে-কলমে একটা সুযোগ তো থাকছেই।