এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগে পেসারদের প্রশংসায় লিটন

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। মহাদেশীয় এই টুর্নামেন্টে মাঠে নামার আগে বেশ প্রস্তুতি নিয়েছেন খেলোয়াড়রা। যার ফলাফল দেখা গেছে টুর্নামেন্ট শুরুর আগে নেদারল্যান্ডস সিরিজে। সেখানে বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রথম দুই ম্যাচে ডাচদের দ্রুত অলআউট করে বাংলাদেশ। এশিয়া কাপে মাঠের নামার আগেরদিন সংবাদ সম্মেলনে বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক লিটন দাস।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক লিটন। সেখানে তিনি বলেন, আপনার হাতে দুই-তিনটা খুব ভালো মানের বোলার আছে। মুস্তাফিজ-তাসকিন সাম্প্রতিক সময়ে খুব ভালো বোলিং করছে, সাকিব-শরিফুলও খুব ভালো করছে।
তাসকিন আহমেদ আছেন দারুণ ফর্মে। সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজে দুই ম্যাচে তুলে নিয়েছেন ছয় উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। মুস্তাফিজুর রহমান পেয়েছেন তিনটি উইকেট।
এর আগে ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও তাসকিন দুই ম্যাচে পেয়েছিলেন ছয় উইকেট। ওই সিরিজে শরিফুল ইসলাম পেয়েছিলেন চার উইকেট। এছাড়া তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান পেয়েছিলেন তিনটি করে উইকেট।
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের পেসাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছেন। অধিনায়ক লিটন দাসও তাই এশিয়া কাপে পেসারদের নিয়ে আত্মবিশ্বাসী। তিনি আশা করছেন এশিয়া কাপে আরব আমিরাতের মাটিতেও পেসাররা জ্বলে উঠবেন।