দেশ–বিদেশের বাঙালিদের জন্য প্ল্যাটফর্ম ‘লিস্টুলেট’

‘দেশে ও প্রবাসে বাঙালীর বন্ধন’—এই স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করল নতুন অনলাইন প্ল্যাটফর্ম লিস্টুলেট। বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য এক ছাতার নিচে নানা ধরনের প্রয়োজনীয় তথ্য ও পরিষেবা আনতেই প্ল্যাটফর্মটি চালু করেছেন আমেরিকা প্রবাসী দুই বন্ধু সারওয়ার হাবীব ও তারেক হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিস্টুলেট মূলত একটি ইউনিফায়েড অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম, যা বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলাদেশিদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে সাহায্য করবে। এখানে বিনামূল্যে তথ্য খোঁজা ও যুক্ত করার সুযোগ রয়েছে।
প্রাথমিকভাবে যুক্ত হয়েছে—বাসা ভাড়া, রিয়েল এস্টেট, খাবার, হোম ফার্নিচার, ফ্যাশন, রুমমেট খোঁজা, চাকরি, সার্ভিস ও কারিগরি সহায়তা, টিউটর, বই, বিবাহ সংক্রান্ত তথ্য, শিল্পীদের জন্য স্টুডিও, অনুদান এবং কমিউনিটি সহায়তা বিভাগ।
প্ল্যাটফর্মটির আরেকটি আকর্ষণীয় দিক হলো ‘সিম্পসিয়াম গ্যালারি’। এখানে ব্যবহারকারীরা নিজেদের জীবনের গল্প—সংগ্রাম, সাফল্য, আনন্দ কিংবা দুঃখ—লিখে শেয়ার করতে পারবেন। বাছাইকৃত গল্পগুলো নিয়ে প্রকাশিত হবে একটি বিশেষ ম্যাগাজিন, যা ছড়িয়ে দেওয়া হবে নিউইয়র্কসহ প্রবাসের বাংলা অধ্যুষিত এলাকাগুলোতে। উন্মুক্ত থাকবে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের জন্য।
তবে শুধু তথ্য বিনিময়ের জায়গা নয়, বাংলা সংস্কৃতি ছড়াতেও ভূমিকা রাখতে চায় প্ল্যাটফর্মটি। প্রতি মাসে এখানে প্রকাশিত হবে নতুন গান, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘প্রিয় বাংলাদেশ’ শিরোনামে একটি গান।
প্রতিষ্ঠাতারা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী নতুন ফিচার যুক্ত করা হবে। তাদের লক্ষ্য, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর যেকোনো প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের জন্য একটি কার্যকর ও আন্তরিক ডিজিটাল ঠিকানা তৈরি করা।