আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ

আওয়ামী লীগের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এই সভা হবে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
দলের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।