আমিরের নতুন সিনেমা মুক্তির ৮ সপ্তাহ পর দেখা যাবে ইউটিউবে

বলিউড সুপারস্টার আমির খান তাঁর আসন্ন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে নতুন কৌশল গ্রহণ করেছেন। সিনেমাটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তির আট সপ্তাহ পর ইউটিউবে ‘পে-পার-ভিউ’ মডেলে মুক্তি পাবে। এই পদ্ধতি সিনেমা বাণিজ্যে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ক্লান্তি কাটাতে আমির খান এই মডেলটি বেছে নিয়েছেন। দর্শকরা নির্দিষ্ট সিনেমাটি দেখার জন্য এককালীন টাকা দেবেন। যদিও বিশেষজ্ঞরা পাইরেসি এবং পেমেন্ট সিস্টেমের সমস্যার আশঙ্কা করছেন, তবে সফল হলে এটি ভবিষ্যতের রূপরেখা হতে পারে।
‘সিতারে জমিন পার’ একটি স্পিরিচুয়াল সিকুয়েল, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা প্রতিকূলতা অতিক্রম করে একটি দলের হয়ে খেলার চেষ্টা করে। আমির খান এখানে অনুপ্রেরণাদায়ী কোচের ভূমিকায় অভিনয় করছেন।সিনেমাটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন।
এই নতুন কৌশলটি যদি সফল হয়, তবে এটি আমির খানের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে এবং অন্য নির্মাতাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।