গান শোনার মাধ্যম: বাংলাদেশ বিবর্তনের ধারা

গান পরিবেশনের মাধ্যম নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে। সেকালের কলের গান থেকে হালের অ্যাপের গান। এই পরম্পরার বাইরে নয় বাংলাদেশের গানের জগৎও।কলের গান: এখন-তখনগান শোনার প্রাচীন সরঞ্জাম থেকে শুরু করে আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামের অনেক কিছুই সংগ্রহে আছে লেখক ও গবেষক স্থপতি শামীম আমিনুর রহমানের। এসব নিয়েই ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রদর্শনী 'কলের গান: সেকাল-একাল।পোস্টারে ইতিহাসপ্রদর্শনীতে...