চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করেন। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম, পাওয়ার ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ন্যান ডেঙ্গুয়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য শেখ আলাউদ্দীন, প্রকল্প পরিচারক প্রকৌশলী আরিফুর রহমান প্রমুখ।
সরকারের অর্থায়নে ও চীনা কোম্পানি হুবের কারিগরি সহায়তায় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এটির নির্মাণকাজ শেষ হবে ২০১৭ সালের ২৫ মার্চের মধ্যে।
প্রকল্পের কাজ শেষ হলে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এর জন্য ব্যয় হবে প্রায় ৭৯৫ কোটি টাকা।