গোমস্তাপুরে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁরা শপথ নেন।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার আট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জামাল উদ্দিন, সাদিরুল ইসলাম, মামুনুর রশিদ, শাহজাহান আনসারী, তরিকুল ইসলাম, লিয়াকত আলী খান, জিয়াউর রহমান আকবর ও শাহ আলমকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আলমগীর কবির, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।
উল্লেখ্য, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ছয়টি, বিএনপি একটি ও স্বতন্ত্র প্রার্থী একটিতে জয়ী হন।