তারেকের কারাদণ্ডাদেশের প্রতিবাদ, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ডাদেশের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
গতকাল রোববার বিকেলে শহরের পাঠানপাড়ায় দলীয় কার্যালয় থেকে সদর থানা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ওই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ সাটু হল মোড়ে সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ হারুনুর রশিদ। তাঁরা বলেন, জঙ্গি তৎপরতা নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করেছে। জাতির সামনে সঠিক তথ্য উপস্থাপন করছে না সরকার।
বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে গণতন্ত্র ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সংগ্রাম করার আহ্বান জানান।
গত ২১ জুলাই, বৃহস্পতিবার অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন। তবে তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়।