চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন ও সমাবেশ করেছে। ছবি : এনটিভি
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ এ কে এম মঞ্জুর রেজা, উপাধ্যক্ষ ইব্রাহীম হোসেন প্রমুখ।
এ ছাড়া আজ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় তাদের কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এদিকে চাঁপাইনবাবাবগঞ্জ সদর হাসপাতাল সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল ওদুদ প্রমুখ।